শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: কুলাউড়া থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে পরোয়ানাভূক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার রাতে (৯ ডিসেম্বর) ১২.৩০ ঘটিকায় কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ জিআর ৩২২/২১ (কদমতলী) এর পরোয়ানাভূক্ত আসামী সেলিম আহমদকে কুলাউড়া উপজেলার চিলারকান্দি গ্রাম থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সেলিম আহমদ উপজেলার চিলারকান্দি গ্রামের মছদ্দর আলীর ছেলে।
একই দিন এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় ফোর্সসহ সিআর ৩৩৮/২১ (বিদ্যুৎ) এর পরোয়ানাভূক্ত আসামী তজমুল ইসলামকে কুলাউড়ার মনসুর গ্রাম থেকে এবং এএসআই আবু আহমেদ সুজন সিআর ৫০/২১ (কুলাউড়া) এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ জামাল মিয়াকে উপজেলার নলডরি গ্রাম থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তজমুল ইসলাম কুলাউড়ার মনসুর গ্রামের আসাব আলী এবং আবু আহমেদ সুজন একই উপজেলার নলডরি গ্রামের কুটি মিয়ার ছেলে।
কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত জনাব মোঃ আমিনুল ইসলাম জানান কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত তিন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।