শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোটার: শ্রীমঙ্গলে বিভিন্ন চা বাগানে নারী দিবসে সহস্রাধিক কিশোরী উপহার পেল রঙ্গীণ ছাতা একং আট শতাধিক কিশোর পেলো রঙ্গিন টি শার্ট।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্রেকিংদা সাইলেন্স এর সামাজিক ঐক্যের মাধ্যমে নারী ও মেয়ে শিশুদের প্রতি নির্যাতন প্রতিরোধ প্রকল্পের আওতায় চা জনগোষ্টীর প্রায় দুই সহস্রাধিক ছেলে মেয়েকে ছাতা ও টি শার্ট উপহার দেয়া হয়।
পরে ছাতা টাঙ্গিয়ে এবং টি শার্ট পড়ে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে “কমলা রঙ্গের বিশ্ব গড়ি নারী নির্যাতন বন্ধ করি” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল থানা শিশু বিষয়ক অফিসার এস আই রাকিবুল হাসান, ইউনিয়ন পরিষদ সদস্য সুবল নায়েক, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট অফিসার প্রভাষ নায়েক। এ ছাড়াও জেলার সরকারী বে-সরকারী বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হয়েছে আন্তরজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।