রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : করোনার টিকা নিতে অস্বীকার করায় মার্কিন যুদ্ধজাহাজের এক কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।
মার্কিন নৌবাহিনী জানিয়েছে, গত শুক্রবার কমান্ডার লুসিয়ানস কিনস নামে ওই কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।
লুসিয়ানস কিনস টিকা না নেওয়ায় বরখাস্ত হওয়া দ্বিতীয় মার্কিন কমান্ডার। তিনি ইউএসএস উইন্সটন চার্চিল নামে মার্কিন ডেষ্ট্রয়ারের কমান্ডার ছিলেন।
তার আগে কেন এনডাসন নামে আরেক মার্কিন কমান্ডারকে একই কারণে বরখাস্ত করা হয়।