1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে রেকর্ড সংক্রমণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৬২৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড মাত্রায় পৌঁছে গেছে। বুধবার দেশটিতে ৭৮ হাজার ৬১০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত ছড়ানোর মধ্যে এই রেকর্ড সংখ্যক আক্রান্ত শনাক্ত হলো।

এই বছরের ৮ জানুয়ারি সংক্রমণ চূড়ায় থাকার সময় একদিনে রেকর্ড সংখ্যক ৬৮ হাজার ৫৩ জন শনাক্ত হয়েছিলেন। এবার সেই সংখ্যা ছাড়িয়ে গেলো।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার তথ্য অনুসারে, বুধবার ওমিক্রনে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৭১ জন। এর ফলে ভ্যারিয়েন্টটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৭ জনে।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজারের বেশি মানুষের।

২৭ নভেম্বর যুক্তরাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপরই প্রধানমন্ত্রী বরিস জনসন কঠোর বিধিনিষেধ আরোপ করেন। রবিবার তিনি স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ বাড়া ঠেকাতে সবার বুস্টার ডোজ গ্রহণের তাগিদ দেন। সোমবার দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..