1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক হার্পার বরখাস্ত

  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৫০৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : দুই বছরের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন সাবেক টেস্ট ক্রিকেটার রজার হার্পার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে ক্রিকেটারদের অসন্তোষ এবং বিদ্রোহের মধ্যে এক ঝাঁক তরুণদের দলে নিয়েছেন।

তার বিরূপ প্রভাব পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। এই দুই বছরে ১৬ টেস্টের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৫টি, ২১ ওয়ানডে ম্যাচে জয় সেখানে ১১টি, ৩৯টি টি-২০ ম্যাচে ১৪টিতে হেসেছে ওয়েস্ট ইন্ডিজ।

তবে ওয়েস্ট ইন্ডিজ দলের এমন পারফরমেন্স সে দেশের ক্রিকেটের শাসকদের সন্তুস্ট করতে পারেনি। সর্বশেষ আইপিএলে দারুণ বোলিং (১৬ উইকেট) করেও অলরাউন্ডার জেসন হোল্ডারকে টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে বিবেচনা করেণনি হার্পার। অথচ, অফ ফর্মে থাকা ক্রিস গেইলকে রেখেছেন ১৫ সদস্যের দলে। এ নিয়ে সমালোচকদের উসকে দিয়েছিলেন হার্পার।

আগামী ৩১ ডিসেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা। নতুন মেয়াদে আর নন হার্পার, তার পার্টনার মাইলস বাসকম্বেকেও বিদায় করে দেয়া হচ্ছে-শনিবার (১৮ডিসেম্বর) এক বিবৃতিতে তা জানিয়ে দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তার জায়গায় হেড কোচ ফিল সিমন্স অন্তবর্তীকালীন সময়ে অধিনায়ককে নিয়ে নির্বাচকের দায়িত্ব পালন করবেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট জিমি অ্যাডামস এই ঘোষণা দিয়েছেন-‘প্রধান নির্বাচক রজার হার্পার এবং তার সহকর্মীমাইলস বাসকম্বের মেয়াদ আর নবায়ন করা হচ্ছে না। তাদের মেয়াদ ৩১ ডিসেম্বরে শেষ হচ্ছে।’

দুই বছর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করতে পারায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রজার হার্পার-‘আমাকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ধন্যবাদ জানাতে চাই। আমি এই সংস্থাটির মঙ্গল কামনা করছি। তাদের সহযোগিতার কারণে আমি আমার ভূমিকা দক্ষতার সাথে পালন করতে পেরেছি।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..