রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কদুনা রাজ্যে রবিবার পৃথক তিনটি হামলায় ৩৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গবাদিপশু চোরের দল এ হামলা চালায়। এ সময় তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। দেশটির সংঘাতপূর্ণ এ অঞ্চলে এটি ছিল সর্বশেষ হামলার ঘটনা।
এক বিবৃতিতে কনুদা রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ক কমিশনার সামুয়েল আরুয়ান বলেন, মোটরসাইকেলে করে আসা ডাকাতরা গিওয়া জেলার কৌরান ফওয়া, মর্কি ও রিহায়া গ্রামে হামলা চালায়।
আরুওয়ান বলেন, ‘নিরাপত্তা সংস্থাগুলো এ তিন গ্রামে পৃথক হামলায় ৩৮ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।’
তিনি আরও বলেন, ‘এ সময় চোরেরা বিভিন্ন ঘরবাড়ি, ট্রাক, গাড়ি এবং কৃষি পণ্য উৎপাদনের খামার জ্বালিয়ে দেয়।’
রবিবার সন্ধ্যায় দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ ‘জঘন্য হত্যাযজ্ঞের’ নিন্দা জানিয়েছেন।
গত সপ্তাহে কদুনা রাজ্যে কয়েকবার ভয়াবহ হামলার ঘটনা ঘটে উল্লেখ করে তিনি হামলাকারীদের নির্মূলে যা করা প্রয়োজন তার সব কিছু করতে নিরাপত্তা ও গোয়েন্দা প্রধানদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন।
এসব হামলায় নিহতদের মধ্যে ২৯ জনের পরিচয় জানা গেছে।