সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ফ্রান্সের একটি চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে গিয়েছিল ৯টি নেকড়ে। খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ চিড়িয়াখানাটি বন্ধ করে দেয়।
এ ঘটনায় কেউ আহত হয়নি। নেকড়েগুলো চিড়িয়াখানার বাইরে না গেলেও এগুলোর মধ্যে বিপজ্জনক আচরণের জন্য ৪ টিকে গুলি করে মেরে ফেলা হয় বলে জানিয়েছেন চিড়িয়াখানার কর্মকর্তা ফ্যাবিয়েন শলেট। বাকি পাঁচটিকে চেতনানাশক দিয়ে আবার খাঁচায় ঢোকানো হয়।
প্রথমে ট্রয়ে ভ্যালে চিড়িয়াখানাটির একটি নিরাপত্তা হ্যাচ নষ্ট করে নেকড়ের পাল। তারপর দেয়াল বেয়ে উঠে বের হয়ে যায়। এ সময় চিড়িয়াখানায় খুব বেশি পর্যটকের আনাগোনা ছিল না। যে কারণে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে জানান চিড়িয়াখানার প্রধান সভের ফেরারা।
৬০ হেক্টরেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত পার্কটিতে সিংহ, বানরসহ ৬০০টিরও বেশি প্রাণী রয়েছে।