1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

স্বাস্থ্যকর্মীদের আইসোলেশনের মেয়াদ কমাল যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৮৩৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কোভিড-১৯ রোগে আক্রান্ত স্বাস্থ্যসেবাকর্মীদের আইসোলেশনে থাকার মেয়াদ কমিয়েছে। নতুন আক্রান্তের ও হাসপাতালে ভর্তির সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নেয়া হয়। খবর সিনহুয়ার।

সিডিসি বৃহস্পতিবার তাদের দিকনির্দেশনা সংশোধন করেছে। এ ক্ষেত্রে তারা সুপারিশ করেছে যে করোনার উপসর্গ দেখা দেয়া স্বাস্থ্য সেবা কর্মীরা এ ভাইরাস পরীক্ষায় নেগেটিভ হওয়ার সাত দিন পর কাজে যোগ দেবে।

এতে আরও বলা হয়, স্টাফদের আরও বেশি ঘাটতি দেখা দিলে আইসোলেশন মেয়াদ আবারও কমানো হতে পারে।

ওই সংস্থা জানায়, বুস্টার ডোজসহ সুপারিশ করা ভ্যাকসিনের সব ডোজ পাওয়া স্বাস্থ্য কর্মীদের বাসায় কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই।

নতুন এ দিকনির্দেশনা করোনা রোগি সেবায় সরাসরি জড়িত সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রয়োগ করা হবে। এতে বিভিন্ন হাসপাতাল, নার্সিং হোম, ডেন্টাল অফিস ও অন্যান্য মেডিকেল কেন্দ্র অন্তর্ভুক্ত থাকবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..