1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ করে নতুন প্রজন্মকে জানান দেয়া একটি মহত উদ্যোগ: শহীদ এমপি

  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: স্থানীয়ভাবেও মুক্তিযুদ্ধের রয়েছে অনেক স্মৃতি। যা সংরক্ষন ও প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্মকে জানান দেয়া একটি মহতী উদ্যোগ।
সোমবার দুপুরে শ্রীমঙ্গল থানা ক্যাম্পাসে শ্রীমঙ্গল থানা প্রশাসনের আয়োজনে ও সাংবাদিক বিকুল চক্রবর্তীর সংগৃহিত মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্বারক প্রদর্শন শেষে এ কথা বলেন, জাতীয় সংসদের প্রাক্তন চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধ ভিত্তিক এক আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার কুমুদ রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির সানু, মুক্তিযোদ্ধা চিরেশ দস্তিদার, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, সিন্দুর খানের মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান, মুক্তিযোদ্ধা ডা. রতি কান্ত রায়, অশিদ্রোন ইউনিয়নের মুক্তিযোদ্ধা অমেলেন্দু পাল, মুক্তিযোদ্ধা ফটিক মিয়া, মুক্তিযোদ্ধা কুমার নায়েক, মুক্তিযোদ্ধা মলয় দত্ত, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তী। এর আগে অতিথিরা মুক্তিযুদ্ধের এ আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার জানান, বিগত ১৪ ডিসেম্বর শ্রীমঙ্গল থানা ক্যাম্পাসে ডিসেম্বর মাসব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন মৌলভীবাজার পুলিশ সুপার মো: জাকারিয়া। যা এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক লোক পরিদর্শন করেন।
এ ব্যাপারে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তী জানান, নতুন প্রজন্মের সাথে মুক্তিযুদ্ধের পরিচয় করিয়ে দিতে এ আয়োজন। এখানে বাঙ্গালীর স্বাধীকার আন্দোলন থেকে ১৯৭১ পর্যন্ত বিভিন্ন পেক্ষপটের এবং মৌলভীবাজার জেলার মুক্তিযুদ্ধেও স্মৃতিবহন করা ৫শতাধিক আলোকচিত্র রয়েছে। যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..