1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন: কমলগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ; প্রার্থীর মতবিনিময়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৫ বার পঠিত

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ৫ম দফা নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যাপকহারে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে মুন্সীবাজার এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রহিমপুর ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী জুনেল আহমদ তরফদার এসব অভিযোগ তুলে ধরেন।
চেয়ারম্যান প্রার্থী জুনেল আহমদ বলেন, রহিমপুর ইউনিয়নে আমার প্রতিদ্বন্ধী প্রার্থী বদরুল আহমদ স্থানীয় সংসদ সদস্যের আপন ছোট ভাই থাকায় নানা অনিয়ম, আচরনবিধি লঙ্ঘন ও আমার ভোটারদের হুমকি ধামকি প্রদান করে চলেছেন। সরকারি কর্মচারীদেরও প্রচারনায় ব্যবহার করছেন। এসব বিষয়ে রহিমপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসারের কাছে পৃথক পৃথকভাবে বিভিন্ন সময়ে চারটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
চারটি লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে রিটার্নিং অফিসার আহসান ইকবাল বলেন, অভিযোগ বিষয়ে পুলিশ, ইউএনও, ডিসিসহ বিভিন্ন দপ্তরে তা প্রেরণ করা হয়েছে। তদন্তক্রমে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে মাঠে ম্যাজিষ্ট্রেট রয়েছেন তারাও দেখছেন।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..