রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : মধ্য আকাশে উড়োজাহাজের ওপর বরফের খণ্ড পড়ে উইন্ডস্ক্রিন ভেঙে গেছে। ব্রিটিশ এয়ারওয়েজের বোরিং ৭৭৭ বিমানটি সে সময় মাটি থেকে ১ হাজার ফুট উঁচুতে উড়ছিল। খবর ডেইলি মেইলের।
ওই উড়োজাহাজটির ওপর দিয়ে উড়ে যাওয়া আরেকটি উড়োজাহাজ থেকে বরফের খণ্ড ফেলা হয় বলে ডেইলি মেইল জানিয়েছে।
যাত্রীবাহী উড়োজাহাজটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে মধ্য আমেরিকার কোস্টারিকায় যাচ্ছিল। বরফের খণ্ড পড়ে ক্ষতিগ্রস্ত উইন্ডস্ক্রিন নিয়েই পাইলট ক্যালিফোর্নিয়ায় সান জোসে পৌঁছান। সেখানে ক্ষতিগ্রস্ত উইন্ডস্ক্রিন মেরামত করা হয়।
তবে এই কারণে উড়োজাহাজটির প্রায় দুইশ জনের মতো যাত্রী, যারা বড়দিনের প্রাক্কালে ফিরছিলেন তারা সময়মতো পৌঁছাতে পারেনি বলে ডেইলি মেইল জানিয়েছে। এ বিড়ম্বনার কারণে উড়োজাহাজটি নির্ধারিত সময়ের চেয়ে ৫০ ঘণ্টা দেরি হয়েছে বলে যাত্রীরা জানিয়েছেন।
ব্রিটিশ এয়ারওয়েজের মুখপাত্র ক্ষতিগ্রস্ত উইন্ডস্ক্রিনের কারণে বিলম্ব হওয়ায় যাত্রীদের কাছে ‘আন্তরিক ক্ষমা প্রার্থনা’ করেছেন।
ওই মখুপাত্র ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছেন, পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কোনো উড়োজাহাজ চালনা করেন না। আর এই ক্ষেত্রে উড়োজাহাজটি নিরাপদ কিনা সেই বিষয়টি প্রকৌশলী খোলাসা করতে পারছিলেন না। তাই এ অনাকাঙ্ক্ষিত বিলম্ব।