বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানে নারীদের পুরুষ আত্মীয় ছাড়া দূরে ভ্রমণে তালেবান সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন অনেকে।
মঙ্গলবার কাবুলে একটি মসজিদের সামনে জড়ো হন ৩০-৪০ জন নারী। তালেবান সরকার তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেন। দেশটির ক্ষমতাচ্যুত সরকারের কর্মকর্তা এবং সাবেক সেনাদের হত্যা করছে বলেও জানান বিক্ষোভকারীরা।
এ সময় হত্যা বন্ধ করতে এবং ন্যায়বিচার চেয়ে স্লোগান দেন আন্দোলনকারীরা। বিক্ষোভে বাধা দেয় তালেবান সদস্যরা।
এ ছাড়া আন্দোলনের খবর সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হয় তালেবান। তাদের ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় এবং আন্দোলনের ছবি ও ভিডিও মুছে ফেলতে বাধ্য করে তালেবান। আটক করা হয় কয়েকজন সংবাদকর্মীকে।