মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : চিলির মধ্যাঞ্চলে লরি ও মিনিবাসের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির হিগিনস অঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার সময় মিনিবাসটিতে ১১ জন যাত্রী ছিলেন। তারা সবাই কৃষিকাজের জন্য দেশটির পশ্চিমাঞ্চলে যাচ্ছিলেন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে মিনিবাসটির চালকও ছিলেন। পরে আহত অবস্থায় বাকিদের হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর আরো একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।