সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : আরেকটি পালক যোগ হলো অভিনেত্রী জয় আহসানের মুকুটে, জাতিসংঘ সংস্থা ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন দুই বাংলায় জনপ্রিয় এই বাংলাদেশি অভিনেত্রী।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জন্য ২০২২ সালে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন বলে শুক্রবার জানিয়েছেন জয়া।
ইউএনডিপি জানিয়েছে, শুভেচ্ছা দূত হিসেবে এই অভিনেত্রী মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।
এক প্রতিক্রিয়ায় জয়া বলেন, ‘আমি ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত আরেকদিকে ইউএনডিপির সাথে দেশের মানুষের জন্য কাজ করতে পারব ভেবে নিজেকে সম্মানিত মনে করছি।’
তিনি বলেণ, ‘আমাদের এই সুন্দর পৃথিবী রক্ষার জন্য যেই লক্ষ্যমাত্রা যা এসডিজি নামে পরিচিত, নির্ধারণ করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে সেটি অর্জন করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আর আমি আমার কাজের মধ্যে দিয়ে এই বিষয়ে সচেতনতা বাড়াতে চেষ্টা করব, যেন আমরা সবাই মিলে বাংলাদেশ সহ বিশ্বকে আরও সুন্দর, সহনশীল করে গড়ে তুলতে পারি।’
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি, সুদীপ্ত মুখার্জি বলেন, ‘জয়া আহসানের মতো একজন, যিনি শুধু জনপ্রিয় শিল্পী নন, পাশাপাশি সমাজ উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ, এমন একজন ইউএনডিপির শুভেচ্ছা দূত হওয়াতে আমরা সৌভাগ্যবান। তার মাধ্যমে আমাদের কথা এখন দেশ ও দেশের বাইরে মানুষকে আরও বেশি করে পৌঁছানো যাবে, যেন আমরা সবাই মিলে সুন্দর, সুখী এবং সবার জন্য সমান একটি পৃথিবী গড়ে তুলতে পারি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।’