সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৬ সালের এ দিনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষ্যে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জমকালো আয়োজনে শনিবার ১লা জানুয়ারী সকাল ১১টায় মৌলভীবাজার শহরের কোর্ট এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় । বেলা ২ঘটিকায় পৌরসভা মিলনায়তন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট মোঃ মাহবুবুল আলম শামিম এর সভাপতিত্বে সদস্য সচিব হাজী কামাল হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা উলামা পার্টির সভাপতি প্রিন্সিপাল মাওঃ আজম খান, জেলা তরুন পার্টির আহবায়ক বুলবুল খান, সদস্য সচিব শেখ জুমেল আহমদ, জুড়ী উপজেলার আহবায়ক ডাঃ রুবেল আহমদ,সদস্য সচিব সুরমান আহমদ চৌধুরী, বড়লেখা উপজেলার সাধারণ সম্পাদক বাবরুল আহমদ রিয়াজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান আহমেদ,
কুলাউড়া উপজেলার সভাপতি আজির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মবশ্বির আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ মস্তান মিয়া, মৌলভীবাজার সদর উপজেলার সদস্য এড জুনেদ আলী, সদস্য মজনু খান প্রমুখ। এছাড়াও জেলা উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।