রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: মালির সাবেক প্রেসিডেন্ট ইবরাহিম বুবাকার কেইটা আর নেই। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রবিবার রাজধানী বামাকোতে তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।
২০২০ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় তাকে। দেশটিতে ইসলামী বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা বাড়লেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় আন্দোলনের মুখে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার দেশটি পরিচালনা করেন তিনি। এর আগে ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন কেইটা।
২০০২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। ২০১৩ সালে এসে সে পরাজয়ের প্রতিশোধ নেন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।