শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: বিশ্বে সবচেয়ে বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাঠায় ভারত। ৫০ লাখেরও বেশি সফটওয়্যার ডেভেলপার ভারতে কাজ করছেন। গত ৬ মাসে ১০ হাজারেরও বেশি স্টার্ট-আপ নিবন্ধন হয়েছে ভারতে।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভার্চুয়াল ভাষণে সোমবার এসব দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কুইন এলিজাবেথ প্রাইজ ফর ইঞ্জিনিয়ারিংয়ের একটি গ্লোবাল রিপোর্টের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এই সময় জানায়, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ক্ষেত্রে আগ্রহের দিক দিয়ে ভারতীয়রাই তালিকার শীর্ষে। ১৬-১৭ বছর বয়সীদের মধ্যে ভারতের ৮০ শতাংশ শিক্ষার্থী ইঞ্জিনিয়ার হতে চান। অথচ ওই বয়সী মাত্র ২০ শতাংশ ব্রিটিশ এবং ৩০ শতাংশ মার্কিনির ইচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার।