রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: গেল ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসরে যাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশের যুবারা, আজ আবারো কোয়ার্টার ফাইনালেই সেই ভারতের সাথে হচ্ছে দেখা। ফলে, শিরোপা ধরে রাখার মিশনে কঠিন চ্যালেঞ্জে জুনিয়র টাইগাররা।
তবে, প্রতিপক্ষের বিপক্ষে ভয়ডরহীন ম্যাচ খেলার লক্ষ্য রাকিবুলদের। অ্যান্টিগায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আসরের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গত আসরের এই দুই ফাইনালিস্ট।
ইল্যান্ডের বিপক্ষে ৯৭ রানে গুটিয়ে গিয়ে টুর্নামেন্ট শুরু করলেও গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে পাত্তা না দিয়ে জয় পাওয়ায় রাকিবুল, নাবিলদের আত্মবিশ্বাস বেড়েছে। ৬ দিনের বিরতিতে ব্যাটিং, বোলিংয়ে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিয়েছে তারা। এছাড়া ভারত বধে অনুশীলনের সাথে টাইগার যুবারা প্রস্তুত মানসিকভাবেও।
এবিষয়ে অধিনায়ক রাকিবুল হাসান জানিয়েছেন নিজেদের আত্মবিশ্বাসের কথাই, ‘কোয়ার্টার ফাইনালের আগে আমরা ৫-৬ দিনের একটা বিরতি পেয়ে ভালো প্রস্তুতি নিয়েছি। একদিন ম্যাচের আবহেও অনুশীলন করেছি। মানসিক ও শারীরিকভাবে আমরা ভালো একটা অবস্থায় আছি। আর সর্বশেষ দুটি ম্যাচ জিতে আমরা ভালো আত্মবিশ্বাসও পেয়েছি। ব্যাটসম্যানরা রান করেছে, বোলাররা ভালো বোলিং করেছে। নিজেদের স্কিল নিয়ে আত্মবিশ্বাসী আমরা।’
অন্যদিকে, গ্রুপপর্বের তিন ম্যাচের তিন জয়ে দারুণ ছন্দে রয়েছে ভারত। করোনা কাটিয়ে দলের ফিরেছেন যশ ধুল, শাইক রাশিদসহ বাকি ৬ সদস্য। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে বর্তমান রানার আপরা। রিপন, মুশফিকদের জন্য বিপরীতে ভয়ঙ্কর হতে পারেন আঙ্করিশ রাঘুবানশি, রাজ বাওয়া।
এর আগে মাত্র ১৩৪ রানের সম্বল করেও শ্রীলঙ্কাকে ৪ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। সেখানে তাদের প্রতিপক্ষ হিসাবে আছে ইংল্যান্ড। এছাড়া গতকাল পাকিস্তানকে ১১৯ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। তাই বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ম্যাচে আজ যে দল জিতবে, সেমিফাইনালে তারাই হবে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ।
যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল রাকিবুল, নাবিলদের। এবার বিশ্বকাপে সেই হারের প্রতিশোধ নিয়ে ফাইনালের পথে আরো একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য মাহফিজুল-আইচ মোল্লাদের।