শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণের প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সোমবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এ তথ্য জানিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত সংবাদ বিবৃতিতে সালাম বলেন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ গ্রেফতার নেতাকর্মীদের নিশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য আব্দুস সালাম ঢাকা দক্ষিণের প্রতিটি থানা বিএনপির নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।