1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বিয়ে করেছেন সারিকা

  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৩ বার পঠিত

বিনোদন ডেস্ক :: বিয়ে করেছেন অভিনেত্রী ও মডেল সারিকা। পাত্রের নাম বি আহমেদ রাহী। পেশায় তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সংগীতের সঙ্গেও যুক্ত রয়েছে রাহী।

গত ২ ফেব্রুয়ারি বিয়ে করলেও এ খবর প্রকাশ্যে আসে ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে।

এদিন রাতে হঠাৎ করেই একটি বিয়ের আলোকচিত্র ধারণ করা একটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজে বিয়ের সাজে সারিকার বেশকিছু ছবি দেখা যায়। তার পাশে পাত্রবেশেও একজনকে দেখা যাচ্ছিল।

সারিকা বিয়ের খবরটি নিশ্চিত করে বলেন, ‘আমি নতুন জীবনে পদার্পণ করেছি, সবার কাছে দোয়া চাই। ’

এ ছাড়া অভিনয় ও মডেলিংয়ের কাজে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ফিরবেন বলেও তিনি জানিয়েছেন।

সারিকা নামে শোবিজ অঙ্গনে পরিচিতি হলেও তার প্রকৃত নাম সারিকা সাবরিন। এটি তার দ্বিতীয় বিয়ে। ২০১৪ সালের আগস্ট মাসে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। সেই ঘরে তার এক কন্যাসন্তান রয়েছে।

২০০৮ সালে আশুতোষ সুজন পরিচালিত ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন সারিকা। পরে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হয়ে দেশব্যাপী আলোচনায় আসেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..