শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের উপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র সেই হুথির বিরুদ্ধে লড়াইয়ে পুরোপুরি সৌদি আরবের সঙ্গে থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সৌদির বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে ফোন করে তিনি এমনটাই জানিয়েছেন।
এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন জানিয়ে দিয়েছেন সৌদির মানুষ ও সম্পত্তি রক্ষা করতে যুক্তরাষ্ট্র দায়বদ্ধ। ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের প্রয়াসকেও তারা সমর্থন করে।
২০১৫ সালে সৌদির নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে এবং বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালায়। বিদ্রোহীরা কিছুটা পিছনে হঠতে বাধ্য হয়। এই যুদ্ধের ফলে ইয়েমেন দুর্ভিক্ষের মুখে পড়ে।
জাতিসংঘ জানিয়েছে, এটা বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সমস্যা। সৌদি জোটের অভিযোগ, হুথি বিদ্রোহীদের ইরান সাহায্য করছে। কিন্তু ইরান এবং হুথি তা অস্বীকার করেছে।
খবর ডয়চে ভেলে