শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার সময় ঘরের দরজা ভেঙ্গে ওই তরুণীকে নিচে নামিয়ে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরিবারের সদস্যরা।
বুধবার রাত সোয়া ১০টার দিকে নগরীর ইলেকট্রিক সাপ্লাই কলবাখানি-৫৪ নম্বর বাসার ৪র্থ তলায় এ ঘটনা ঘটে। ওই বাসায় মারজানা আক্তার চৌধুরী লিজা (২৮) নামের ওই তরুণী পরিবারের সাথে ভাড়া থাকতেন।
তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামের মৃত বজলুল হক চৌধুরীর মেয়ে।
পুলিশ জানায়, বুধবার রাত সোয়া ১০টার দিকে মারজানা আক্তার চৌধুরী লিজা নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে তাকে নিচে নামিয়ে আনেন। পরে সাথে সাথে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।