সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
বিশ্বজিত কর: মৌলভীবাজার জেলা যুব কল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুবিধা বঞ্চিত হত দরিদ্র মাদরাসার ছাত্রদেরকে উপহার সামগ্রী, পাঞ্জাবী, পায়জামা, মধ্যান্নভোজ ও মাদক থেকে বাঁচতে যুব সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে শহরের রেষ্ট ইন অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা যুব কল্যাণ সংস্থার সভাপতি আলিম উদ্দিন হালিমের সভাপতিত্বে ও মোহাম্মদ আলী টিপুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবকল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানের শুরুতে মাদরাসার ছাত্রদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি ও অন্যন্য অতিথিবৃন্দ।