মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক : রাশিয়ার কামানের গোলায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর অকথারকায় দেশটির ৭০ জনেরও বেশি সেনা নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ইউক্রেনের সুমাই অঞ্চলের রাজ্য প্রশাসনের প্রধান দিমিত্রো ঝেউইজকি জানিয়েছেন, ওই হামলায় ইউক্রেনীয় সামরিক বাহিনীর একটি ইউনিট ধ্বংস হয়ে গেছে, উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে মৃতদেহ বের করে আনছে।
তিনি বলেন, ‘অনেক মানুষ মারা গেছে। নিহত প্রায় ৭০ জন ইউক্রেইনীয় সেনার জন্য এখন কবর খোঁড়া হচ্ছে।’
এ লড়াইয়ে রাশিয়ার পক্ষেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অকথারকায় রুশ সেনাদের ‘অনেক মৃতদেহ’ পড়ে আছে বলে দাবি করেছেন তিনি। ওই মৃতদেহগুলো রেড ক্রসের কাছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
তবে ঝেউইজকির এ দাবি বিবিসি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।