সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে আলোচনার জন্য শুক্রবার ব্রাসেলসে জরুরি বৈঠকে বসছেন।
ন্যাটো জোটের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
ইউক্রেন ন্যাটো জোটভুক্ত নয়। তাই ইউক্রেনে রুশ হামলার জবাবে সামরিক পদক্ষেপ না নেওয়ার ব্যাপারে এখনও অটল ন্যাটো।
এ ছাড়া রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেনের ওপর নো ফ্লাই জোন কার্যকরে কিয়েভের দাবিও প্রত্যাখ্যান করেছে ন্যাটো।
ন্যাটো বলছে, এতে মস্কোর সাথে সামরিক সংঘাত শুরুর আশঙ্কা রয়েছে।