শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ার করে বলেছেন, ইউক্রেইনে রুশ অভিযানের বিরোধিতা যারা করছে, তারা যেন তার দেশের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করে পরিস্থিতির অবনতি না ঘটায়।
বিবিসি জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত ‘রোশিয়া টোয়েন্টিফোর নিউজ চ্যানেলে’ সম্প্রচারিত এক সরকারি বৈঠকে বক্তব্য দেওয়ার সময় পুতিন এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, প্রতিবেশী দেশটির বিরুদ্ধে আমাদের কোনও অসৎ উদ্দেশ্য নেই এবং সম্পর্কের অবনতি ঘটে এমন কোনও পদক্ষেপ প্রতিবেশী দেশগুলোর নেওয়ার ‘প্রয়োজন’ নেই বলেই তার সরকার মনে করে।
তিনি আরও বলেন, আমি মনে করি সম্পর্ক কীভাবে স্বাভাবিক করা যায়, স্বাভাবিকভাবে সহযোগিতা করা যায় এবং সম্পর্কোন্নয়ন করা যায, সেটাই সবার চিন্তা করা উচিত।
রাশিয়ার প্রেসিডেন্ট এমন সময়ে এইসব কথা বললেন, যখন রাশিয়ার ওপর কীভাবে চাপ বাড়ানো যায় সেই পথ খুঁজতে পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে বৈঠক করতে সমবেত হয়েছেন।