শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকান্ডের ঘটনায় খড়ের ঘর আগুনে পুড়ে ছাই ও কেরোসিন দিয়ে বসত ঘরে আগুন দিয়ে লোকজনদের পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ৪ মার্চ রাত অনুমান ১০.১৫ ঘটিকায় উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের শালিকা গ্রামে। এ ঘটনায় কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার বিবরন ও হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী মোঃ আব্দুল হান্নান (৪২) জানান- পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী বাড়ীর কুতুব মিয়া ও কুনু মিয়ার হুকুমে গতকাল রাতে বসতঘর ও খরের ঘরে আগুন দেয় জয়নাল আলী, মতিন আলী, টিটুল মিয়া ও মিজান মিয়া। এ সময় তিনি হাল্লা চিংকার শুরু করলে জলাল মিয়া, জামাল মিয়া, কামাল মিয়া ও মখলিছ মিয়া তাকে এলোপাতাড়ি ভাবে মারধর শুরু করেন এবং তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেন। এবং তার ঘরে থাকা নগদ টাকা, স্বর্নালংকার ও মূল্যবান মালামাল নিয়ে যান বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ মোঃ আব্দুল হান্নান।