1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলকে মাহমুদউল্লাহ

  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১৩৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : মুশফিকুর রহিমের শততম টি-টোয়েন্টির মাহেন্দ্রক্ষণে নতুন মাইলফলকে মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে দুই হাজার রানের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ অধিনায়ক।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে শনিবার (৫ মার্চ) খেলতে নেমে আফগান তারকা স্পিনার রশিদ খানের বলে আউট হওয়ার আগে মাহমুদউল্লাহ করেছেন ১৪ বলে ২১ রান। আর এতেই টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক অতিক্রম করেন তিনি।

এই ম্যাচের আগেও বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোরার ছিলেন মাহমুদউল্লাহ। আজ আরও এগিয়ে গেলেন। আজকের ম্যাচসহ সব মিলিয়ে ১১৫ খেলে ১০৯ ম্যাচ ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ২০০২ রান। এক ম্যাচে সর্বোচ্চ ৬৪ অপরাজিত। ফিফটি করেছেন ৬টি। এছাড়া স্ট্রাইকরেট ১১৮.২৫।

মাহমুদউল্লাহর পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ সাকিবের। ৯৬ ম্যাচ খেলে করেছেন ১৯০৮ রান। এরপর তৃতীয় সর্বোচ্চ তামিম ইকবালের। ৭৮ ম্যাচে ১৭৫৮ রান করেছেন দেশসেরা এ ব্যাটসম্যান।

এদিকে, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রহের মালিক ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ১২৫ ম্যাচে ১৩৯.৫৫ স্ট্রাইকরেটে ৩৩১৩ রান করেছেন টিম ইন্ডিয়া ওপেনার।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান মার্টিন গাপটিলের। ১১২ বলে ৩২৯৯ রান করেছেন মারকুটে এ ব্যাটার।

এদিকে, মাহমুদউল্লাহর মাইলফলকের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনো রকমে একশর ঘর পেরিয়েছে বাংলাদেশ। বিপিএলে হাইপ তোলা মুনিম শাহরিয়ার টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। এছাড়া সাকিব আল হাসানও ব্যাট হাতে টানা ফ্লপ। প্রথম টি-টোয়েন্টিতে দলকে টেনে নেওয়া লিটন দাসও ফিরে গেছেন ঝড় তোলার আগেই।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..