1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সিলেটে নিজ ঘরে পুড়ে মারা গেলেন বৃদ্ধা

  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩০৬ বার পঠিত

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর গোয়াবাড়ির এলাকায় বসতঘরে অগ্নিকান্ডে এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এক শিশুও দগ্ধ হয়েছে।

নিহত বৃদ্ধার নাম শোভা রানি চন্দ (৮০)। তিনি মৃত শচিন্দ্র চন্দের স্ত্রী।

জানা যায়, শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে গোয়াবাড়ির মোহনা আবাসিক এলাকার একটি কলোনিতে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুন লেগে যায়। ওই কলোনিটি সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার মালিকানাধীন।

আগুণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরের ৮টি কক্ষ। আর ঘরের ভেতরে মারা যান বৃদ্ধা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভুইয়া বলেন, আমরা বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিক আমাদের চারটি ইউনিট রওয়ানা দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই একজন বৃদ্ধা আগুনে পুড়ে মারা যান এবং বসতঘরের ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া দদ্ধ এক শিশুকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..