বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের মোঃ ফারুক আহমদ(বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তিতে আছেন) বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে। তিনি মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছিলেন। এ ঘটনায় পরিবারের ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন, তাদের দুইপুত্র ইমাম মোহাম্মদ বোখারি (১৯) ও ইমাম আহমদ সাহাবি (১৭), গৃহকর্মী লিজা বেগম (১৭) ও শাহানা বেগম (৪৫)।
মোঃ ফারুক আহমদের স্ত্রী কানিজ ফাতিমা (৪৫)জানান, রোববার ৬ মার্চ সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শহরের কাজিরগাঁও এলাকার আমেরিকার প্রবাসী আফিয়া বেগমের বাসার তত্বাবধাক হেলাল আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। আমেরিকা প্রবাসীর কেয়ারটেকার হেলাল আহমদ তাদের পরিবারকে বাসা থেকে বাহির করার জন্য হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন। কয়েক দিন পূর্ব থেকে তাদেরে বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়। এরপর বাসার কেয়ারটেকার হেলাল আহমদ তাঁদের বিদ্যূৎ লাইন বিচ্ছিন্ন করায়। তাঁহার স্বামী বিদ্যূৎ অফিসে যোগাযোগ করে ৬ মার্চ পূনরায় বিদ্যুৎ সংযোগ করান। ওই দিন রাত ৮টায় পূনরায় কেয়ারটেকার বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন করে এক দল সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। হামলায় তার ২ ছেলে গুরুত্বর জখম ও কাজের মেয়েসহ ৪ জন আহত হয়েছেন। তাঁরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালের ৩ তলার কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় ২০ জনকে আসামী করে মামলা হয়েছে।