রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএই) সোমবার জানিয়েছে, তারা ইউক্রেনের অবরুদ্ধ দ্বিতীয় নগরী খারকিভে কামানের গোলার আঘাতে একটি পরমাণু গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছে। তবে সেখানে তেজস্ক্রিয়তার মাত্রার পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
ভিয়েনা ভিত্তিক জাতিসংঘের এ সংস্থা জানায়, ইউক্রেন কর্তৃপক্ষ রবিবার সেখানে হামলা হয়েছে বলে জানায়। তারা আরো জানায়, হামলার পর এ কেন্দ্রে তেজস্ক্রিয়তার লেভেল বৃদ্ধি পায়নি।
কারণ এ কেন্দ্রের ‘তেজস্কিয় উপাদানের মাত্রা অত্যন্ত কম এবং এটি ‘সঙ্কটপূর্ণ’ অবস্থায় রয়েছে।
এ স্থাপনা গবেষণা প্রতিষ্ঠান খারকিভ ইনস্টিটিউট অব ফিজিকস অ্যান্ড টেকনোলজির একটি অংশ যা হাসপাতাল ও শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তেজক্রিয় উপকরণ উৎপাদন করে থাকে।
সাম্প্রতিক দিনগুলোতে খারকিভে রাশিয়া কামান ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। আত্মসমর্পনে ইউক্রেনের ওপর চাপ বৃদ্ধির মস্কোর প্রচেষ্টার অংশ হিসেবে তারা সেখানে হামলা জোরদার করে।