1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কৃষি উন্নয়নে বিনিয়োগ করতে চায় জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা: কৃষি মন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৭৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশের খাদ্যের উপর কিছুটা হলেও পড়বে। তবে সেক্ষেত্রে খাদ্য সংকটে পড়বেনা দেশ। কারণ এখন চাহিদার তুলনায় সব ধরণের খাদ্য সামগ্রী বেশি মজুদ আছে।

আজ বুধবার সচিবালয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক জো ডাংগু’র নেতৃত্বে প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, মার্চ-এপ্রিলের দিকে চালসহ নতুন খাদ্যশস্য বাজারে আসবে। তখন সমস্যা আরও কেটে যাবে। অর্থাৎ ইউক্রেন যুদ্ধের প্রভাব মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক জো ডাংগু বলেন, যে কোনো সমস্যা মোকাবেলায় বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত জাতিসংঘকে বন্ধু হিসেবে পাশে পেয়েছে বাংলাদেশ। এই বন্ধুত্ব আগামীতেও থাকবে আমাদের মধ্যে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছে। এটা আমাদের জন্য গর্ব। বাংলাদেশ আরও এগিয়ে যাবে, সেক্ষেত্রে পাশে থাকবে জাতিসংঘ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..