রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক ভিপি জনাব মিজানুর রহমান এর নেতৃত্বে, মৌলভীবাজার শহরের চৌমুহনা, টিসি মার্কেট, সেন্ট্রাল রোড, শমসেরনগর রোড এলাকায় লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরন শেষে চৌমুহনা শমসেরনগর রোডে এক পথসভায় জেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলালের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী, মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক সভপতি আব্দুল হক, জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির যুগ্ন আহবায়ক পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, সাবেক ছাত্রনেতা সেলিম মোঃ সালাউদ্দিন, এডভোকেট সৈয়দ নেপুর আলী, মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, মৌলভীবাজার বাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ প্রমুখ।