শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : গালাতাসারাই ম্যাচের হতাশা পেছনে ফেলে ওসাসুনার বিপক্ষে ম্যাচজুড়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিল বার্সেলোনা। দারুণ জয়ে উঠল লিগ টেবিলের তিনে। ক্যাম্প ন্যুয়ে রবিবার রাতে লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে বার্সা।
আক্রমণাত্মক ফুটবলে প্রথমার্ধে ১৩ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় বার্সেলোনা। গোলের সূচনা ১৪ মিনিটে ফেররানের সফল স্পট কিকে। ডি-বক্সে গাভিকে ওসাসুনার ডিফেন্ডার নাচো ভিদাল ফেলে দিলে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি। ছয় মিনিট পর ফেররান ব্যবধান দ্বিগুণ করেন। দেম্বেলের দারুণ থ্রু বল ডি-বক্সে পেয়ে আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে নেন গত ডিসেম্বরে ম্যানচেস্টার সিটি থেকে ক্যাম্প ন্যুয়ে আসা স্প্যানিশ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পান অবামেয়াং। দেম্বেলের ক্রসে ডি-বক্সে প্রথম স্পর্শে ভলি লক্ষ্যে রাখতে পারেননি গ্যাবনের এই ফরোয়ার্ড। দেম্বেলের ৭০তম মিনিটের শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।
৭৫তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন দুই মিনিট আগেই বদলি নামা রিকি পুস। দেম্বেলের পাসে বক্সের বাইরে থেকে পুসের প্রথম শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। তার ও দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে লক্ষ্যভেদ করেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার।
২৭ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৫১। তাদের সমান পয়েন্ট নিয়ে চারে আতলেতিকো মাদ্রিদ, একটি ম্যাচ বেশি খেলেছে শিরোপাধারীরা। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।