শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : রাজধানীর পুরান ঢাকার বংশালের নিমতলীতে একটি প্লাস্টিকের পাইপের কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের (মিডিয়া সেল) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, পুরান ঢাকার বংশালে নিমতলী আবু বকর মসজিদের পাশে নতুন রাস্তায় প্লাস্টিকের পাইপের কারখানায় আগুন লাগে। আমরা খবর পাই বিকেল ৪টা ৫৩ মিনিটে।
তিনি আরও জানান, প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বিকেল ৫টা ৮মিনিটে। এরপর আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সর্বশেষ খবর অনুযায়ী ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।