1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৯৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জোহানেসবার্গে টসে জিতে ব্যাট করতে নামছে বাংলাদেশ। সফরকারীদের সিরিজ জয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়।

সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগাররা গড়েছিল ইতিহাস। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে হাতছানি দিচ্ছে আরও একটি ইতিহাস। কেননা এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। সেই সুবাদে বাংলাদেশ পাবে প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ।

আগের ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনছে না বাংলাদেশ। এদিকে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামছে প্রোটিয়ারা। মার্কো ইয়ানসেনের বদলে দলে ঢুকেছেন পেইসার ওয়েইন পারনেল।

আন্দিলে ফেলুকোয়েওর জায়গায় দলে এসেছেন স্পিনার তাবরেইজ শামসি। আর এইডেন মারক্রামের বদলে দলে ফিরেছেন তারকা ব্যাটার কুইন্টন ডি কক।

ওয়ানডে সুপার লিগের সেরা আটে টিকে থাকার লড়াইয়ে ম্যাচটি সাউথ আফ্রিকার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা এই ম্যাচে জয় পেলে টেবিলের আটে উঠে আসার পথে এক পা দিয়ে রাখবে প্রোটিয়ারা। আর সেরা আটের ভিতর থাকতে পারলেই তারা সরাসরি খেলার সুযোগ পাবে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আসরে। বর্তমানে পয়েন্ট টেবিলের দশে অবস্থান করছে সাউথ আফ্রিকা। আর বাংলাদেশের অবস্থান টেবিলের শীর্ষে।

জোহানেসবার্গ ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ডে আজ গোলাপি জার্সি পরে খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতার লক্ষ্যে ‘পিঙ্ক ডে’ ম্যাচের অংশ হিসেবে এই জার্সি পরে মাঠে নেমেছে স্বাগতিকরা।

আজ এই ম্যাচের প্রতিটি চারের জন্য এক হাজার, ক্যাচ ও ছয়ের জন্য ১০ হাজার আফ্রিকান র‌্যান্ড আয় হবে। যা চারলট মেক্সিকি জোহানেসবার্গ অ্যাকাডেমিক হাসপাতালে প্রদান করা হবে।

বাংলাদেশ দলের একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

সাউথ আফ্রিকার একাদশ
কাইল ভেরেইন (উইকেটকিপার), ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, তাবরেইজ শামসি, কেশভ মহারাজ, কাগিসো রাবাডা, ওয়েইন পারনেল ও লুঙ্গি এনগিডি।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..