শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান ‘আকাশ নীল’-এর প্রতারণার মূলহোতা ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও প্রতিষ্ঠানের পরিচালক ইফতেখারুজ্জামান রনিকে রাজধানী ঢাকা ও ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল রোববার (২০ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, তাদের রাজধানী ও ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে দুপুরে ব্রিফ করবে র্যাব।
জানা গেছে, গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে যান মশিউর রহমান ও পরিচালক ইফতেখারুজ্জামান রনি।
এ নিয়ে শনিবার (১৯ মার্চ) ৩১ জন ভুক্তভোগীর পক্ষে বাদী হয়ে মামলা করেছেন রুহুল আমিন নামে এক ব্যক্তি।