সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুর-১১ নম্বরে হিড ইন্টারন্যাশনাল স্কুলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সোমবার (২১ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
রোজিনা আক্তার বলেন, দুপুর ১২টা ৫ মিনিটে রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি স্কুলের চতুর্থ তলায় আগুন লাগার খবর পায়। খবরে পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি বলেন, আগুন তেমন বড় ছিল না। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।