রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসূচি অনুযায়ী কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে মিলাদ মাহ্ফিল, দোয়া, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আজির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মালিকের পরিচালনায় কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন খাঁন।
বিশেষ অতিথি ছিলেন- জাতীয় পার্টির সহ-সভাপতি মো. আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিক আহমদ, প্রচার সম্পাদক আশিকুর রহমান মনজুর, যুগ্ম-দপ্তর সম্পাদক এমডি আসুক, যুগ্ম-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রিপন মিয়া, যুগ্ম-কৃষি বিষয়ক সম্পাদক মো. মাসুক মিয়া, এনজিও বিষয়ক সম্পাদক বেলাল চৌধুরী, সদস্য আব্দুল আজিজ, শাহীন মিয়া, শিপু মিয়া, রাউৎগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি আহ্বায়ক মো. মরম আলী।
সভা শেষে মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ এর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ-দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।