মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে নির্ধারিত দোহা আলোচনা বাতিল করেছে। কট্টর ইসলামপন্থী আফগানিস্তানের তালেবান শাসকরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দেয়ার পর ওয়াশিংটন এমন সিদ্ধান্ত গ্রহণ করে। মার্কিন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র বিভাগের এক মুখপাত্র বলেন, ‘নারী ও বালিকাদের মাধ্যমিক বিদ্যালয়ে ফিরে যাওয়ার অনুমতি না দেয়া তালেবানের সিদ্ধান্তের ব্যাপারে আমরা গভীর হতাশা প্রকাশ করে মঙ্গলবার লাখো আফগান পরিবারের সাথে যোগদান করেছি।’
ওই মুখপাত্র বলেন, ‘আমরা দোহা ফোরামে দোহায় নির্ধারিত বৈঠকসহ আমাদের কিছু সংশ্লিষ্টতা বাতিল করেছি এবং সুস্পষ্টভাবে বলে দিয়েছি যে আমরা এই সিদ্ধান্তকে আমাদের সংশ্লিষ্টতার ক্ষেত্রে একটি সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে দেখছি।’
তালেবান এ সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মাত্র কয়েক ঘণ্টা পর বালিকা বিদ্যালয় বন্ধ করে দেয়। তারা গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে এবং আন্তর্জাতিক স্বীকৃতি চায়।
মুখপাত্র বলেন, ‘তালেবানের এমন সিদ্ধান্ত তারা দ্রুত বাতিল না করলে আফগান জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তাদের সম্পর্কোন্নয়নের উচ্চাকাক্সক্ষা বাধাপ্রাপ্ত হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আফগান বালিকা ও তাদের পরিবারের সাথে রয়েছি। তারা আফগানিস্তানের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পুরো সম্ভাবনা নিরূপনের একটি উপায় হিসেবে শিক্ষাকে দেখছে।’
ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, নরওয়ে ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৃহস্পতিবার দেয়া এক যৌথ বিবৃতি বলা হয়, তালেবানের এ সিদ্ধান্ত এ গ্রুপের ন্যায্যতা পাওয়ার সম্ভাবনার ক্ষতি করবে।