বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন। যার লেজে হালকা আঘাত রয়েছে। তবে এটি কয়েক ঘণ্টা আগে মারা গেছে বলে ধারণা জেলেদের।
আজ বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টায় ঝাউবন পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পান কুয়াকাটা সৈকতের ট্যুর গাইড মোবারক হোসাইন। পরে ডলফিন রক্ষা কমিটির অনন্য সদস্যদের খবর দেওয়া হয়।
মোবারক ও স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে জোয়ারে ভেসে এটা সৈকতে এসেছে। এটা বেশ কয়েক ঘণ্টা আগে মারা গেছে বলে মনে হচ্ছে। কারণ এটার আকৃতির কোনো পরিবর্তন নেই, মনে হচ্ছে জীবিত।
পটুয়াখালী জেলা ইউএস-এইড/ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এই ডলফিনটি বাচ্চা জাতের ইরাবতী ডলফিন। ইরাবতী ডলফিনের বাচ্চা ও বয়স্কদের মধ্যে একটু পরিবর্তন থাকে। এর আগে গত বছর কিছু বয়স্ক ইরাবতী আসছিল আজকে বাচ্চা এলো।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ওখানে পৌঁছে ডলফিনটিকে মাটিচাপা দিয়ে আসে। মঙ্গলবার একই স্থানে একটি মৃত কচ্ছপ ভেসে আসে, আজ এলো মৃত ডলফিন। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।
পটুয়াখালী জেলা বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, বেশ কয়েকদিন ধরে কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন, কচ্ছপগুলো বেশি পরিমাণ ভেসে আসছে। এটা নিয়ে আমরা বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখছি।