1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
জাতীয় :  সন্ধ্যায় তিন বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

মৌলভীবাজার শিল্পকলা একাডেমির অত্যাধুনিক ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৩১৬ বার পঠিত

মিজানুর রহমান :: ২২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির অত্যাধুনিক ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ভার্চুয়ালি ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, কালচারাল অফিসার জ্যোতি সিনহাসহ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, জেলা প্রশাসকের কর্মকর্তাগণ, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা।

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জ্যোতি সিনহা জানান, নবনির্মিত চারতলা এ ভবনে রয়েছে শিল্পকলা একাডেমির কার্যালয়, সমৃদ্ধ লাইব্রেরি রুম, প্রশিক্ষণ হল, লাইব্রেরি কাম সেমিনার হল, ডরমেটরি। এছাড়াও অত্যাধুনিক এ ভবনে রয়েছে লাইট-সাউন্ডের সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রিত মঞ্চ ব্যবস্থাপনাসম্পন্ন ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম।

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ছাড়াও আজ উদ্বোধন হয়েছে দেশের আরও ৭টি শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবন। এগুলো হলো কুষ্টিয়া, খুলনা, জামালপুর নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ এবং রংপুর শিল্পকলা একাডেমি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..