মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
মিজানুর রহমান :: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার (১৭ এপ্রিল) দুপুরে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রমুখ।
এতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন বক্তারা।