1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ষষ্ঠ শ্রেণিতে আলিয়ার প্রথম প্রেম

  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪৪০ বার পঠিত

বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের সঙ্গে সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন আলিয়া ভাট। বিয়ের পরই জানা গেল এই অভিনেত্রীর প্রথম প্রেমের কথা। মাত্র ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়েই নাকি প্রথম প্রেমে পড়েছিলেন আলিয়া। তেমন কথাই ঘটা করে জানিয়েছেন সবাইকে।

‘কফি উইথ করণ’র একটি পর্বে যোগ দিয়েছিলেন আলিয়া। সঙ্গে ছিলেন আরেক তারকা বরুণ। সেখানেই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর নায়িকাকে জিজ্ঞেস করা হয় তার প্রেম নিয়ে। তখনই বোমা ফাটান রণবীরের ঘরনি। অনুষ্ঠানে আলিয়া বলেন, সতেরো বছর বয়সের মধ্যেই নাকি তার দু-দুটো প্রেম করা হয়ে গিয়েছিল! হতবাক হয়ে যান করণ!

আলিয়া তখনই ফাঁস করেন, তার জীবনের প্রেমের শুরু ষষ্ঠ শ্রেণিতে! শুনে অবাক বনে যান সঞ্চালক করণ এবং তারকা বরুণ।

আলিয়া তখন খোলসা করেন, ‘ঠিক প্রেম নয়, আসলে তখন ক্লাসের একটা ছেলেকে দারুণ লাগত। ওরও ভালো লাগত আমাকে। আমরা দু’জনেই দু’জনের দিকে তাকিয়ে হাসতাম। ওইটুকুই। তবে হ্যাঁ, ঠিকঠাক প্রেম করা শুরু করি ক্লাস টেনে উঠে।’
আলিয়া বলেন, ‘ক্লাস টেনের সেই প্রেম ছিল গভীর। আমরা সত্যিই একে অপরকে ভালবাসতাম। তবে দু’বছর পরে সেই সম্পর্ক ভেঙে যায়। আমার প্রেমিকই ছেড়ে চলে যায় আমাকে!’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..