সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে হাকালুকি হাওরসহ বিভিন্ন নদ-নদী ও এলাকার পানি কমতে শুরু করেছে। এখনো কিছু জায়গায় রাস্তাঘাট পানির নিচে। এর মধ্যে গত আট দিনে শুধুমাত্র পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ৭৩০ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পানিবাহিত বিভিন্ন রোগ ডায়রিয়ায় ৪৯ জন, চর্মে ৫০ জন, জ্বরে ১৪ জন, চোখের ভাইরাস ১২ জন, চোখে আঘাত প্রাপ্ত ছয় জন, সাপে কাটা চারজন, অন্য রোগে ৩৭ জনসহ মোট ১৭২ জন শিশু, নারী ও পুরুষ আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মোর্শেদ জানান, বন্যাকবলিত এলাকায় ৭৪টি মেডিকেল টিম কাজ করছে। এ পর্যন্ত জেলায় বিভিন্ন পানিবাহিত রোগে ৭৩০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। বিভিন্ন এলাকায় চার জনের মৃত্যু হয়েছে।
এদিকে জেলা প্রশাসকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যায় মৌলভীবাজারে সাতটি উপজেলা ও ৪১টি ইউনিয়নের মধ্যে ৫২ হাজার ১১১টি পরিবারের ২ লাখ ৬৩ হাজার ৪০০ সদস্য ক্ষতির মুখে পড়েছেন। ১৩ হাজার ২৬০টি ঘরবাড়ি ও ৪ হাজার ৭৫০ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে।