সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে কর্মরত কর্মচারীদের ০৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অদ্য ২৮ জুন, ২০২২খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মচারীদের মধ্যে সনদপত্র বিরতণ করেন মৌলভীবাজার জেলার জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর এবং অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান । প্রধান অতিথি জেলা ও দায়রা জজ কর্মরত কর্মচারীগণকে তাদের উপরে অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার এবং সহায়ক কর্মচারী হিসেবে কর্মক্ষেত্রে করণীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন। সভাপতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্য বলেন, প্রশিক্ষণ সব সময় প্রশিক্ষণার্থীদের এক ধাপ উপরে নিয়ে যায় এবং প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে বিচারপ্রার্থী জনগণের সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সকল বিচারক ও সহায়ক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।