সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। হাইল্যান্ড পার্ক নামের এলাকায় এই বন্দুক হামলা চালানো হয়। এসময় রক্তাক্ত অবস্থায় আহতদের ছোটাছুটি করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বেশ কয়েকটি রক্তাক্ত দেহ চাদর দিয়ে ঢাকা অবস্থায় দেখেছেন।
স্থানীয় পত্রিকা শিকাগো সান টাইমস জানায়, আনুমানিক সকাল ১০ টার দিকে প্যারেড শুরু হয়। তবে দশ মিনিট পরেই তা গুলি চলায় থামতে বাধ্য হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবর্ষণকারী আশপাশের কোনো একটি দোকানের ছাদে অবস্থান নিয়ে প্যারেডে আসা মানুষদের গুলি করে।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, কিছুক্ষণ থেমে থেমে গুলি চালানো হয়। এ সময় বন্দুক লোড করা হচ্ছিল বলে ধারণা ওই প্রত্যক্ষদর্শী নারীর।
এর আগে জো বাইডেন বিশেষ এই দিনটি নিয়ে এক টুইটে বলেছেন, ৪ জুলাই আমাদের দেশের জন্য একটি গৌরবের দিন। আমাদের মহত্বকে উদযাপনের দিন এটি। পৃথিবীর অন্য কোনো দেশ ‘সবাই সমান’ এই ভিত্তিতে গঠন করা হয়নি। এখনো আমাদের সেরা দিনগুলো সামনে বাকি রয়েছে।