শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: ওয়েস্ট ইন্ডিজে আসার পর বাংলাদেশ আছে বিরূপ পরিস্থির মুখে। একদিকে একের পর এক হারে বিধ্বস্ত। তারওপর সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় যেতে সমুদ্রযাত্রায় ভয়ংকর পরিস্থিতি মোকাবেলা করা। এখন তাদের তাড়িয়ে বেড়াচ্ছে বৃষ্টি। এই বৃষ্টি কেড়ে নিয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে ক্রিকেট বিশ্ব অবশ্য দেখেছিল বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতার আরেকটি প্রদশর্নী। ১৩ ওভারে ৮ উইকেটে করেছিল ১০৫ রান। দ্বিতীয় ম্যাচ নির্বিঘ্নে হলেও হেরেছিল ৩৫ রানে। আজকের ম্যাচ বাংলাদেশ দলের জন্য সিরিজ হার এড়ানোর। কিন্তু আজকের ম্যাচেও আছে বৃষ্টির চোখ রাঙানি।
ডোমিনিকা থেকে গায়ানাতে বাংলাদেশ দল আসার পর থেকেই বৃষ্টি হচ্ছে। অনুশীলনেও বাঁধার সৃষ্টি করেছে। আবহাওয়ার পূর্বাভাসে আছে বৃষ্টির আভাস। যদি তাই হয় তাহলে প্রথম ম্যাচের মতো ভেস্তে যেতে পারে আজকের শেষ ম্যাচও।
বৃষ্টি নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘বৃষ্টিতো আর আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা যতোটুকু পারি সাধ্যমতো আমাদের প্রস্তুতিটা নেয়ার চেষ্টা করব। আমরা সব সময় পজিটিভলি চিন্তা করব যে ম্যাচটা পুরোপুরি হবে। যদি না হয়, আমাদের মেনে নিতে হবে। আবার যদি বৃষ্টি হয় তাহলে ওভার কমতে পারে। আমাদের সেভাবেও প্রস্তুত থাকতে হবে। তবে আমরা পুরো ম্যাচটা যাতে হয় সে রকম ইতিবাচক থাকব।’