শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখাগুলোতে আজও খোলা আছে ব্যাংক।
শনিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে লেনদেন। পাশাপাশি কোরবানির পশুর স্থায়ী ও অস্থায়ী হাটে জালনোট প্রতিরোধে বিনা খরচে নোট যাচাইয়ের সেবা দিচ্ছে ব্যাংকগুলো।
কোরবানির পশুর হাটের ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যাংক লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল শুক্রবারও (৮ জুলাই) সকাল থেকে ব্যাংক খোলা ছিল।
এছাড়া তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শনিবার শিল্প এলাকাসংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা আছে।
গত ৭ জুলাই বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত একাধিক নির্দেশনা জারি করে। বাংলাদেশ ব্যাংক বলছে, পশুর হাটের ক্রেতা ও বিক্রেতারা রাতেও যাতে ব্যাংকে লেনদেন করতে পারেন, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক–কর্মচারীদের বেতন–বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্র ও শনিবার শিল্পসংশ্লিষ্ট এলাকার ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে। এ কারণে শুক্র ও শনিবার পোশাকশিল্প ও ঢাকার পশুর হাটসংলগ্ন এলাকার ব্যাংক শাখা খোলা থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প–সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ৮ ও ৯ জুলাই পূর্ণ দিবস খোলা রাখতে হবে। ওই দুই দিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরের কোনো শাখার চেক দেওয়া যাবে না।