1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

জিম্বাবুয়ে সফরের জন্য জিও হলো ২৪ ক্রিকেটারের

  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১২৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মঙ্গলবার রাতেই জানিয়ে দিয়েছেন, ২১ জুলাই বৃহস্পতিবার জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা হবে।

কতজনের দল? তা না জানালেও প্রধান নির্বাচকের কণ্ঠে মিলেছে পরিষ্কার আভাস, জিম্বাবুয়ে সফরে দল নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে না। সিনিয়র ও সুপ্রতিষ্ঠিত তারকাদের বিশ্রাম দিয়ে তরুণ ও নতুনের মিশেলে কম শক্তির দল পাঠানোর সম্ভাবনা নেই, তাও মোটামুটি জানা হয়ে গেছে।

সেটাই সত্য হচ্ছে। নির্বাচকরা মিডিয়ার কাছে এখনও খেলোয়াড় তালিকা প্রকাশ না করলেও জিম্বাবুয়ে সফরের জন্য সরকারি আদেশের (জিও) যে তালিকা হয়েছে, তাতে একজন নতুন মুখও নেই।

২৪ ক্রিকেটারের ‘জিও’ হয়েছে , সবাই প্রতিষ্ঠিত পারফরমার। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাকে ওয়ানডে আর টি-টোয়েন্টি দলে রাখা হয়েছিল, সেই এনামুল হক বিজয়য়েরও ‘জিও’ হয়েছে। সাকিব, তামিম, রিয়াদ আর মুশফিক- ৪ পাণ্ডবের নামই আছে।

আগেই জানা, সাকিব আল হাসান জিম্বাবুয়ে সফরে যাবেন না। ছুটি কাটাবেন। তবে যেহেতু পরে যে কোনো জরুরী প্রয়োজনে জিওর বাইরে খেলোয়াড় নেওয়ার সুযোগ নেই, তাই সাকিবকে রেখেই তালিকা অনুমোদন করেছে বিসিবি।

এদিকে প্রধান নির্বাচক নান্নু মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন, তারা এক সঙ্গে টি-টোয়েন্টি আর ওয়ানডে দল ঘোষণা করবেন।

যেহেতু টি-টোয়েন্টি সিরিজ আগে শুরু হবে , তাই প্রথমে ২৬ জুলাই টি-টোয়েন্টি স্কোয়াড যাবে আর ওয়ানডে স্পেশালিস্টরা যাবেন ৩০ জুলাই।

ফিটনেসে ঘাটতি থাকলেও ২৪ জনের ‘জিও’ করাদের তালিকায় অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন আর মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী চৌধুরীর নামও আছে।

এছাড়া কর্মকর্তা হিসেবে খালেদ মাহমুদ সুজন (টিম ডিরেক্টর), মিনহাজুল আবেদিন নান্নু (নির্বাচক), নাফিস ইকবাল (টিম অপারেশন্স ম্যানেজার), রাবিদ ইমাম (মিডিয়া ম্যানেজার), মঞ্জুর হোসেন চৌধুরী (দলীয় চিকিৎসক) ও বায়েজিদুল ইসলাম (ফিজিও) এবং তিনজন সাপোর্টিং স্টাফের সরকারি অনুমতি নেওয়া হয়েছে।

জিও করা ২৪ ক্রিকেটার হলেন:
তামিম ইকবাল খান, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, মৃুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, কাজী নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..